বাফুফের নতুন কমিটির প্রথম সভায় রেকর্ড এজেন্ডা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী মো. সালাউদ্দিন যুগের সমাপ্তি ঘটেছে গত ২৬ অক্টোবর। নির্বাচনে জিতে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। যিনি আগেও দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার তিনিই বাফুফে প্রধান। তার নেতৃত্বে নতুন কমিটি আজ প্রথম সভায় বসবে, যেখানে আলোচনা করা হবে পৃথক ২৮টি বিষয় নিয়ে। রেকর্ড সংখ্যক এজেন্ডা বা আলোচ্যসূচির একটি তালিকা প্রকাশিত হয়েছে। এত এজেন্ডা নিয়ে আগে কখনো বৈঠক হয়নি।
নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। এর সঙ্গে গঠনতন্ত্র সংশোধনের মতো কঠিন বিষয়ও রয়েছে। জেলা ফুটবলের সামগ্রিক বিষয়ও আলোচনা সূচিতে রেখেছেন তাবিথ। ইতিপূর্বে বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক এজেন্ডা কখনো দেখা যায়নি। নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। গতানুগতিক এই আলোচ্যসূচির পাশাপাশি প্রথম সভায় গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশন নিয়ে কাজী সালাউদ্দিন সেভাবে কাজই করেনি। তাবিথ আউয়াল প্রথম সভাতেই জেলা ফুটবলের সামগ্রিক বিষয় আলোচনা সূচিতে রেখেছেন। কাজী সালাউদ্দিনের বিগত কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি রেখেছে। তাবিথ আউয়াল প্রথম সভায় দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে চান। তাই ফেডারেশনের পাওনা ও দেনার বিষয় সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। দেনা পাওনা ছাড়াও ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা আলোচ্যসুচি হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসি নিয়েও হবে আলোচনা। জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদির পাশাপাশি ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। প্রথম সভার আলোচ্যসুচিতে বাদ যায়নি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও। ২৮ আলোচ্যসুচি থাকলেও বাফুফের বেতনভুক্ত স্টাফদের নিয়ে বিশেষ কোনো এজেন্ডা নেই। ৮-১০টি এজেন্ডায় মাঝে মধ্যে ৪-৫ ঘণ্টার ম্যারাথন মিটিং হয়েছে বিগত সময়ে। প্রথম সভায় ২৮ আলোচ্য সূচিতে সেই হিসেবে সারা দিনই লেগে যাওয়ার কথা। বাফুফে নির্বাহী কমিটির কর্মকর্তারা ব্যবসা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। প্রথম দিনে সবাই সব এজেন্ডায় অংশগ্রহণ করবেন নাকি মাঝপথে মুলতবি হয় সেটাও দেখার বিষয়। বাফুফে নির্বাহী কমিটি ২১ জনের। ১৫ তম সদস্য পদে টাই হওয়ায় ২০ জন নির্বাচিত হয়েছেন। বিদেশে অবস্থান করায় কালকের সভায় দুই নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মহিউদ্দিন আহমেদ সেলিম সশরীরে উপস্থিত থাকতে পারবেন না।