বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মাস চারেক আগে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময় দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কিংবদন্তি দাবাড়ু। জিয়ার একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙেরীতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। বাবার শোক কাটিয়ে আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়া সম্ভব হয়নি। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের উদ্যোগে গঠিত হয়েছে পন পাওয়ার চেস ক্লাব। ৯ রাউন্ড রবিন লিগ পদ্ধতির আমন্ত্রণমূলক এই দাবা প্রতিযোগিতায় ২ জন আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টারসহ ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যারা প্রায় সবাই বর্তমান জাতীয় ও সাবেক জাতীয় দাবাড়ু।
ফিদে মাস্টার তাহসিন জিয়া ৯ রাউন্ডে ৬টি জয় এবং ৩টি ড্র এর মধ্য দিয়ে ৭.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন।
জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা সাজিদ ৯ রাউন্ডে ৩টি জয় এবং ৬টি ড্র নিয়ে ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ৩টি জয় এবং ৬টি ড্র নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে ৩য় হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৫ পয়েন্ট নিয়ে ৪র্থ এবং ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ৫ম হয়েছেন। টুর্নামেন্টের প্রাইজমানি ৪০ হাজার টাকা। জয়ী দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন।
উপস্থিত ছিলেন পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, উপদেষ্টা তাসমিন রহমান লাবণ্য এবং আরো অনেকে। আয়োজকরা এমন সফল টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করতে চান বলে জানিয়েছেন।