উইন্ডিজে টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ক্যারিবিয়ান অঞ্চলে বেশ কয়েকবার খেলার অভিজ্ঞতা থাকায় দলের গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম। পাশাপাশি অনভিজ্ঞ ব্যাটিং লাইনে মূল ভরসাও তার ওপর। কিন্তু আঙ্গুলের ইনজুরিতে এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে পারছেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাম হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙ্গুলের হাড়ে চিড় ধরেছে। তাই আফগান সিরিজে মুশফিকের আর খেলা হচ্ছে না।

এবার জানা গেল একই ইনজুরির কারণে উইন্ডিজ সফরের প্রথম দিনে টেস্ট সিরিজেও থাকছেন না তিনি। জাতীয় দলের নির্বাচক প্যানেলের একজন সদস্য ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন। ওই নির্বাচক বলেছেন, ‘মুশফিক উইন্ডিজে টেস্ট সিরিজে খেলছে না। যেহেতু এই রকম ইনজুরি থেকে সেরে উঠতে এক মাসের মতো সময় লাগে। একই সিরিজের ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা আছে। যেহেতু ওয়ানডের আগে ভালো সময় মুশফিক পাচ্ছে সুস্থ হয়ে ওঠার।’ এদিকে মুশফিকের পরিবর্তে আফগান সিরিজের জন্য নতুন কারো নাম ঘোষণা করা হয়নি। লিটন দাস না থাকলেও দলে এমনিতেই দুজন কিপার ব্যাটার আছেন। প্রয়োজনে জাকির হাসান বা জাকের আলি মুশফিকের জায়গায় দাঁড়াবেন। তবে দু-একদিনের মধ্যেই দুবাইতে যাচ্ছেন লিটন দাস। সেখান থেকে দলের সঙ্গে উইন্ডিজ সফরের জন্য যোগ দেবেন। জাতীয় দলের ওই নির্বাচক জানিয়েছেন লিটন ব্যক্তিগত কাজে দুবাই যাচ্ছেন। এখনো আফগান সিরিজে তার খেলার সম্ভাবনা নেই।