ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাফজয়ীদের জন্য বড় পুরস্কার ঘোষণা বাফুফের

সাফজয়ীদের জন্য বড় পুরস্কার ঘোষণা বাফুফের

নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাবিনা-মনিকাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি। দিনক্ষণ না জানালেও টাকা সংগ্রহ করে শিগগিরই এই পুরস্কার প্রদান হবে বলে জানিয়েছে বাফুফে।

নির্বাচনের পর বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি জানান বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে পক্ষ থেকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। আমরা খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে দেব।’ খেলোয়াড়রা ছাড়াও সাপোর্ট স্টাফের সব সদস্যের মধ্যে ভাগ করে দেয়া হবে এই অর্থ, ‘যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য এই বাফুফের এই পুরস্কার পাবে।’

সাফ জেতা নারী ফুটবলারদের বিগত দুই মাসের বেতন বকেয়া ছিল বলে খবর বের হয়। নিয়মিত বেতন দিতেই যেখানে হিমশিম খায় বাফুফে, সেখানে বোনাস কীভাবে দিবে এই প্রশ্ন উঠলে বাবু জানান তারা এটা অন্যভাবে সংগ্রহ করবে, ‘আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটা নারী ফুটবল দলকে প্রদান করব।’

বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যে ২৬ অক্টোবর ঢাকায় বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি কাল বাফুফে ভবনে প্রথম সভায় মিলিত হয়। সভার আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল মেয়েদের সাফ জয়। নেপালে সাফ জিতে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের মেয়েদের দলটিকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

ওই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নারী ফুটবল দলের জন্য এক কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফজয়ী দলকে সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাবিনা খাতুনদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর অবশ্য তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফের পক্ষ থেকে কোনো অর্থ পুরস্কার দিতে পারেননি সাবিনাদের। যদিও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক নিজেদের উদ্যোগে ৫০ লাখ টাকা করে দিয়েছিলেন সাবিনাদের। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তখন এক কোটি টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছিল সাবিনা-কৃষ্ণাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত