ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার

প্রথম দিনেই চার রেকর্ড

প্রথম দিনেই চার রেকর্ড

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারের প্রথম দিনে নতুন চারটি জাতীয় রেকর্ড হয়েছে। গতকাল শনিবার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৬.৭৯ সেকেন্ডে, মেয়েদের এই ইভেন্টে একই সংস্থার যুথী আক্তার ৩২.৭৪ সেকেন্ডে, মেয়েদের ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে সেনাবাহিনীর রোমানা আক্তার এক মিনিট ১৮.২৭ সেকেন্ডে এবং পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া দুই মিনিট ৯.৪১ সেকেন্ডে নতুন এই রেকর্ড গড়েন। এর আগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এসএস আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ ৬৯টি দলের ৫৫০ জন খেলোয়াড়, প্রায় ৮৫ জন অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৭৩৫ জন অংশগ্রহণ করছেন। প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি তাম্র পদক, বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি তাম্র পদক এবং বিকেএসপি ২টি তাম্র পদক অর্জন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত