ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘আমাকে সময় দিন ভালো কিছু হবে’

‘আমাকে সময় দিন ভালো কিছু হবে’

আগে দুই দফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। গতবারের নির্বাচনে মহিউদ্দিন মহির সঙ্গে প্রথমে ড্র পরে হেরে যান। এবার নির্বাচিত সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। গতকাল শনিবার তার নেতৃত্বে প্রথম কর্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন করা হয়। নতুন সভাপতি তাবিথ ফিন্যান্স কমিটি ও জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি নিজের অধীনে রেখেছেন আরো একটি কমিটি। সভা শেষে তাবিথ বলেছেন, ‘নির্বাহী কমিটির সদস্যরা আমাকে এই কমিটির দায়িত্ব দিয়েছে। এখন জাতীয় দল কমিটি নিয়ে বেশি করে কাজ করার সুযোগ হয়েছে। আগে জাতীয় দলের খেলোয়াড়দের নাম মনে রাখার সুযোগ কম ছিল। এখন ১১ জন খেলোয়াড়ের নাম জানার চেষ্টা করবো। এরই মধ্যে অনেক কিছু জানার চেষ্টা করছি। অনেক তথ্য পেয়েছি।’

সামনেই জাতীয় দলের দুটি ম্যাচ, মালদ্বীপের বিপক্ষে। ডিসেম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাবিথ বলেছেন, ‘সামনে খেলা রয়েছে। কোচের মেয়াদের বিষয়টি রয়েছে। সব কিছু জানার চেষ্টা করছি। এমনকি নারী দলের কোচ পিটার বাটলারকে ছেলেদের কোচ করার কথা কেউ কেউ বলছে। এমন তথ্য আমার কাছে আসছে। সুতরাং সব কিছু মাথায় নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। আমি চাই জাতীয় দলের শক্তিশালী কাঠামো হোক। তারা কী কী পাচ্ছে সব কিছু দেখা হচ্ছে। আমাকে দুই একদিন সময় দিন। কমিটি পূর্নাঙ্গ হোক। ভালো কিছু হবে।’ ফিন্যান্স কমিটি নিয়ে বাফুফে সভাপতির কথা, ‘আগে কী হয়েছে সেটা নিয়ে ভাবছি না। আমি যেহেতু ব্যবসা করি, প্রতিদিনই হিসাব নিকাশ দেখতে হয়। তাই বাফুফের ফিন্যান্স দেখা আমার জন্য সাধারণ বিষয়। আশা করছি সবকিছু ভালো মতো চলবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত