প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন কার্টার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছুটি চেয়েছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ‘মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি চেয়েছেন। কিন্তু এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের হাতে এখনো সময় আছে। মোস্তাফিজের সঙ্গে আমরা কথা বলবো। কমপক্ষে একটা ফরম্যাটে (ওয়ানডে বা টি-টোয়েন্টি) খেলতে পারে কী না।’
বিসিবির সেই কর্মকর্তা আরো বলেন, যেহেতু এটি একটি পারিবারিক ব্যাপার তাই এটা আমাদের বিবেচনা করতে হবে। এটি সবার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।’ ২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মোস্তাফিজ টেস্ট সংস্করণে খেলেন না। দুই টেস্ট ম্যাচের সিরিজ শেষ হলে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ১৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখনো এক মাস সময় হাতে থাকায় ছুটি নেবেন কী না তা নিশ্চিত নয়। ‘এখনো প্রায় এক মাস সময় বাকি আছে। হাতে সময় থাকায় এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। মোস্তাফিজ বোর্ডে বিষয়টি জানালে, বোর্ড যে কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের জানাবে’-বলছিলেন এই নির্বাচক।
উল্লেখ্য, ২০১৯ সালের মে’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এই দম্পত্তি।