জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম-আশরাফুল-আমিনুল

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নামকরণ করা হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। গতকাল রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। বেলুন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তারা। এ সময় গ্যালারি থেকে ভেসে আসে হাজারো দর্শকের কণ্ঠধ্বনি ‘তামিম, তামিম, তামিম’। দর্শকদের ভালোবাসায় নিশ্চুপ থাকেননি তামিমও। হাত নাড়িয়ে দর্শকদের ভালোবাসা গ্রহণ করেন। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে এভাবেই দর্শকের ভালোবাসায় সিক্ত হন তামিম। এ ছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল দল অংশগ্রহণ করে। টসে জিতে সবুজ দল লাল দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট ঘিরে দর্শকের ঢল নামে শহীদ চান্দু স্টেডিয়ামে। কয়েক হাজার দর্শক বিশেষ করে নারীসহ শিশু-কিশোররা উপভোগ করেন খেলা। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু বলেন, ?‘সারা দেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সচিব দেবব্রত পাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন ও টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে রাজশাহী লাল দল বিজয়ী হয়েছে। তারা রাজশাহী সবুজ দলকে ৩৪ রানে হারিয়েছে। আগে ব্যাট করে লাল দলের ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে সবুজ দল ১৮ ওভার চার বলে ১০৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে শফিউল ইসলাম সুহাসের ব্যাট থেকে। ১৯ বলে চার ছক্কা ও এক চারে তিনি এই রান করেন। লাল দলের রিমন হোসেন তিনটি ও একরামুজ্জামান দুটি উইকেট শিকার করেন।

এর আগে দুপুরে উদ্বোধনের পর টসে জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠায়। লাল দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে করে ১৩৯ রান। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ রান করেন। সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট নেন।