দিনভর নাটকের পর ডেভিস কাপে হানিফ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আগামী ২০-২৩ নভেম্বর বাহরাইনে হবে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের ৬ সদস্যের খেলোয়াড় তালিকাও চূড়ান্ত করেছে টেনিস ফেডারেশন। আগামী ১৮ নভেম্বর ডেভিস কাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এই দলে সুযোগ পেয়েছিলেন জারিফ আবরার, মোহাম্মদ হানিফ মুন্না, মোহাম্মদ রুস্তম আলী, মোহাম্মদ দীন ইসলাম ও রঞ্জন রাম। এই দলের নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন খালেদ আহমেদ। বাংলাদেশ দলের এই তালিকা এরই মধ্যে প্রকাশিত হয়েছে ডেভিস কাপের ওয়েবসাইটে। কিন্তু শেষ মুহূর্তে দল থেকে বাদ দেয়া হয়েছিল দ্বিতীয় বাছাই খেলোয়াড় হানিফ মুন্নাকে। অথচ গত ৪-১৭ অক্টোবর রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিথ বাছাই টুর্নামেন্টের ৯টি ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন হানিফ। শুধু শীর্ষ বাছাই জারিফের কাছে একমাত্র ম্যাচে হেরেছেন তিনি। এর আগে সর্বশেষ একটি ঘরোয়া প্রতিযোগিতায় দ্বৈতে হন রানার আপ, এককে সেমিফাইনাল খেলেন হানিফ। আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় হয়েছিলেন চ্যাম্পিয়ন।

কিন্তু হানিফের পারফরম্যান্সের এমন ধারবাহিকতা সত্ত্বেও তাকে বাদ দিয়েছিল বাংলাদেশ টেনিস ফেডারেশন। সে সময় হানিফ অভিযোগ করে বলেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারের ক্ষোভের শিকার আমি। অন্যায়ভাবে তাকে এই দল থেকে বাদ দেয়া হচ্ছে।’ বিষয়টি গড়ায় অনেক দুর। শেষ পর্যন্ত উপর মহলের চাপের কাছে নতি স্বীকার করে টেনিস ফেডারেশন। হানিফকে দলভুক্ত করতে বাধ্য হয় তারা। ফলে কেটে যায সব জটিলতা।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেন, ‘বাছাই কমিটির আহ্বায়ক খালেদ সাহেবকে জোর করে আটকে রাখা হয়েছে। তাকে দলে না নিলে মুক্তি দেয়া হবে না খালেদ সাহেবকে। ফেডারেশনের স্বার্থ ও শৃঙ্খলার কথা বিবেচনা করে বাধ্য হয়ে তাকে দলে নিতে হচ্ছে। পুলিশ প্রশাসন উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে।’ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হানিফ, ‘আমি কাউকে আটকে রাখিনি। আমার বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় দলে নিয়েছে তারা। আমার হাতে সেই চিঠিও রয়েছে।’ আগামী ১৮ নভেম্বর ডেভিস কাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।