ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন ফিফা সভাপতি

ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন ফিফা সভাপতি

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্ব ক্রীড়াঙ্গণের সম্পর্ক বেশ পুরণো। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৬ সালে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। বার্সেলোনার আমন্ত্রণে ন্যু ক্যাম্পও ঘুরে এসেছেন। এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ হল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন ড. ইউনূস। সেখানে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেছেন তিনি। ফিফা প্রধানকে জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া যুব উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ইনফান্তিনো। এ ছাড়া এ মুহূর্তে নারী ফুটবলের অন্যতম কয়েকটি সেরা দলকে বাংলাদেশে আনার বিষয়েও ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার জানানো হয়, ‘ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজারবাইজানে পৌঁছেছেন গত সোমবার। সফর শেষে ১৪ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত