ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অবশেষে ফিরছেন তামিম

অবশেষে ফিরছেন তামিম

তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে শেষবার খেলেছিলেন গত ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর গত মে’তে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। সব মিলে প্রায় ৬ মাস ধরে ক্রিকেটের বাইরে অভিজ্ঞ ওপেনার। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কী না তা নিয়ে সংশয় রয়েছে। তবে লম্বা সময় পর আবার মাঠে ফিরছেন এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তবে ফিটনেস টেস্ট দিয়েই মাঠে নামতে হবে তাকে।

ধারণা করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। এনসিএলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টও। সেই আসর দিয়েই ফেরা হচ্ছে তার। মাঠে ফেরার লড়াইয়ে ঘাম ঝরাতে শুরু করেছেন তামিম। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত অনুশীলন করছিলেন। সব কিছুই করছেন বিপিএলকে সামনে রেখে। তবে বিপিএলের আগে জাতীয় লিগের দলগুলো নিয়ে টি-টোয়েন্টি একটি টুর্নামেন্ট হবে। আগামী ডিসেম্বরের ১১ তারিখে সেটি মাঠে গড়ানোর কথা। গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হান্নান সরকার বলেছেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরো সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’ তবে এই টুর্নামেন্ট খেলতে হবে ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হবে বলেও জানিয়েছেন হান্নান, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদ-। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদ- স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। জাতীয় লিগ এখনো খেলছে। তামিমকেও এই মানদ-ের ভেতর দিয়ে আসতে হবে।’ উল্লেখ্য, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে এই আসরের ফাইনাল ম্যাচটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত