ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৩২ স্বর্ণ পদক নিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

৩২ স্বর্ণ পদক নিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হলো ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৩২টি স্বর্ণ, ২৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছে তারা। ১০টি স্বর্ণ, ১৫টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় সেনাবাহিনী। এদিকে শেষ দিনে আরও দুটি জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ১১.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর যুথী আক্তার। ২০২২ সালে একই সংস্থার সুরাইয়া আক্তারের ১ মিনিট ১২.৩৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন তিনি।

ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১৪.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর কাজল মিয়া। ২০২১ সালে তার রেকর্ডটি ছিল চার মিনিট ১৭.৩৫ সেকেন্ডের। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক (তিনটি নূতন জাতীয় রেকর্ড) নিয়ে এবং মেয়েদের বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর যুথী আক্তার চারটি স্বর্ণ (তিনটি নতুন জাতীয় রেকর্ড) ও একটি রুপা জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত