আইপিএল প্লেয়ার ড্রাফট
তাসকিনকে চায় শাহরুখের কলকাতা!
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা বিশ্বের প্রায় সব ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মোস্তফিজুর রহমান ছাড়া নিয়িমত খেলার সুযোগ আর কারো ভাগ্যে জোটেনি। ড্রাফটে থাকলেও কোনও দল টাইগার ক্রিকেটারদের প্রতি তেমন আগ্রহই দেখায় না। তবে তাসকিন আহমেদের ব্যাপারটা যে একেবারেই ভিন্ন। দেশের অন্যতম এই সেরা পেসারের জন্য আইপএল এখন দুঃখের অপর নাম হয়ে গেছে। একবার সুযোগ পেয়েও তিনি খেলতে পারেননি বিসিবির ছাড়পত্র না পাওয়ায়। গত আসরের ড্রাফটে তার নামও ছিল। কিন্তু বিসিবি’র অনুরোধে সেখান থেকে নাম সরিয়ে নেন তাসকিন। এবার সুযোগ পাবেন তাসকিন?
কদিন পরই সৌদি আরবের মাটিতে বসছে আইপিএলে জমজমাট নিলাম। আগামী ২৪-২৫ নভেম্বর দুই দিনব্যাপী দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় চলবে ক্রিকেটার কেনার এই মহাযজ্ঞ। এবারের নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন বলে জানা গেছে। যদিও তালিকা প্রকাশ না করায় কারা আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত জানা যায়নি।
সম্ভাব্য নাম দেয়া তালিকায় মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের সঙ্গে থাকতে পারেন তাসকিন আহমেদরা। এর আগেও বেশ কয়েকবার আইপিএলের ড্রাফটে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমাট এই ক্রিকেট লিগে খেলার স্বপ্নপূরণ হয়নি।
নিলাম অনুষ্ঠানের আগে ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর, তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। কেকেআরের রিটেইন করা তালিকায় আছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিংহ, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। নারাইন স্পিনার হলেও ওপেনার হিসেবে খেলতে পারেন। রাসেলও অলরাউন্ডার। তিনি পেস বোলিং করতে পারেন। মিডল অর্ডারে ব্যাটও করতে পারেন। রিঙ্কু এবং রমনদীপ ফিনিশার হিসেবে থাকছেন। নারাইন ওপেনার হিসেবে খেললে কেকেআরের একজন ওপেনার প্রয়োজন। যে জায়গায় গত বছর ফিল সল্ট খেলেছিলেন। ছিলেন রহমানউল্লাহ গুরবাজও। তারা দু’জনেই উইকেটরক্ষক এবং ওপেনার ব্যাটার। এমন কাউকে পেলে এবারও সুবিধা হবে কেকেআরের। গতবারের অধিনায়ক শ্রেয়াসকেও ছেড়ে দিয়েছে তারা। ফলে তিন এবং চার নম্বরে ব্যাট করতে পারবেন এমন দু’জন ব্যাটার প্রয়োজন কেকেআরের। পাঁচ নম্বরে একজন অলরাউন্ডার হলে ভালো হয়। সেই সঙ্গে লাগবে একজন পেসার। ওপেনার নারাইনের সঙ্গী হিসাবে সল্টকে নেয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। গত বছর নাইটদের হয়ে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে সামলেছিলেন উইকেটরক্ষকের দায়িত্ব। নিলামে তাই সল্টকে কেনার জন্য মরিয়া থাকতে পারে কেকেআর। যদি ভারতীয় কাউকে চায়, তা হলে রয়েছেন ঈশান কিষান। তিনিও ওপেনার এবং উইকেটরক্ষক। নেয়া যেতে পারে ঋষভ পান্তকেও। অবশ্য সে ওপেনার না হলেও উইকেটরক্ষক। সেই সঙ্গে অধিনায়কের দায়িত্বও সামলাতে পারেন। ওপেনার, উইকেটরক্ষক এবং অধিনায়ক এই তিনটি দায়িত্ব সামলাতে পারবেন, এমন দু’টি ক্রিকেটার চাই কেকেআরের। যে জন্য বিরাট টাকা খরচ করতে হতে পারে। কেকেআরের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে যে দায়িত্ব সামলে ছিলেন মিচেল স্টার্ক। এক সময় শোয়েব আখতার, শেন বন্ড, ব্রেট লি, ট্রেন্ট বোল্ট, মরনে মর্কেলের মতো পেসার কেকেআরের হয়ে খেলেছিলেন।
সেই দায়িত্ব এবার কে নেবেন? নাইটরা ঝাঁপাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজের জন্য। সেই সঙ্গে গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসারও কেকেআরের চোখে থাকবে। পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে শাহরুখ খানের দল।
প্রসঙ্গত, আইপিএলের সর্বশেষ আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন গণমাধ্যমকে। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।