সাফজয়ীদের সংবর্ধনা দিলো সাউথইস্ট ব্যাংক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সম্প্রতি কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশের ফুটবলকে আরও একবার গৌরবময় উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মেয়েদের সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

এ সময় অদম্য নারী খেলোয়াড়দের অভিবাদন জানাতে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানীত পরিচালক আজিম উদ্দিন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাফুফে সহসভাপতি ফাহাদ এম করিম, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কাননসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে সাফ জয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৩ লাখ টাকা ও কোচিং স্টাফদের জন্য ১ লাখ টাকা করে বিশেষ আর্থিক সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট এর বিপরীতে একটি করে দেশে এবং বিদেশে ব্যবহারযোগ্য ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করা হয়। যা তাদের এই অসামান্য অর্জনকে আরো উৎসাহিত করতে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপহারস্বরূপ।

ব্যাংকটির এমডি নুরুদ্দীন মো. ছাদেক বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকদের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে। সাউথইস্ট ব্যাংক বরাবরের মতো নারীর ক্ষমতায়ন, অধিকার এবং নারী ক্রীড়ার প্রতি তার অবিচল সমর্থন এবং বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’