গ্লোবাল সুপার লিগ

বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চায় রংপুর রাইডার্স

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ চ্যাম্পিয়নদের নিয়ে চালু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ২০০৯ সালে শুরু হওয়া সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে য়ায় ২০১৪ সালের পর। ওই টুর্নামেন্টের সঙ্গে মিল রেখে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানা আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স। বাংলাদেশের কোন ফ্র্যাঞ্চাইজির বৈশ্বিক আসরে অংশ নেয়ার এটাই প্রথম ঘটনা। এই প্রথম দেশের বাইরের কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছে লাল সুবজের দল। রংপুর রাইডার্স সেই সুযোগটা সর্বোচ্চ ভাবে কাজে লাগাতে চায়। তাই রংপুর প্রস্তুতিটাও হয়েছে ভালো। সেরা দল নিয়ে সেরা ফলের জন্য ঝাঁপাতে চায় দলটি। নিজেদের রাঙাগোর পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করতে চায় রাইডার্স। গতকাল শনিবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট জার্সি উন্মোচন করেছে রংপুর। সেখানে নিজেদের সেরা সুযোগটায় সেরা পারফরম করার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা তো এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পাই না সচরাচর। এখানে অভিজ্ঞতা যেমন হবে দেশকে আলাদা ভাবে রিপ্রেজেন্ট করার সুযোগও থাকবে। তো টুর্নামেন্টটা খেলার জন্য আমরা সবাই রোমাঞ্চিত।’

উইন্ডিজের গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে হবে পাঁচ দলের টুর্নামেন্টটি। এ মাঠে অনেকবারই খেলেছে বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দলের হয়ে মাঠটিতে খেলেছেন সোহান। সেই অভিজ্ঞতা এ আসরে কাজে লাগাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। পাশাপাশি এ আসরের অভিজ্ঞতা সামনে ঘরোয়া টি-টোয়েন্টি ও বিপিএলে খুব কাজে দিবে বলে জানিয়েছেন সোহান, ‘সেখানে পাঁচটা ভালো মানের দল আছে। সেখানে আমরা খুব ভালো প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলতে পারবে। সেটা আমাদের এই ক্রিকেটারদের জন্য খুব কাজে লাগবে। কারণ এ বছর আমরা বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারব। দেশে লোকাল টি-টোয়েন্টি আছে এরপর বিপিএল আছে। এ আসরের খেলা সেসবে কাজে লাগবে।’