আরো ১ কোটি টাকা পাচ্ছেন সাবিনারা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে সংবর্ধনার পাশাপাশি একের পর এক অর্থ পুরস্কারের প্রতিশ্রুতি পাচ্ছেন তারা। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকার চেক বুঝে পেয়েছেন তারা। এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও সেনাবাহিনী যৌথভাবে সাফজয়ীদের এক কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার বিওএর নির্বাচিত সভাপতি হিসাবে প্রথমবার সভায় এসেই ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান। সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা দেয়া হবে। এক কোটি টাকা দেয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান নিজেই।’ এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী নারী দলটি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এক কোটি টাকার আর্থিক পুরস্কার দিয়েছিল। সেনাবাহিনীর প্রধান বিওএর সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বিওএ এবং সেনাবাহিনী যৌথভাবে নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে আরেকটি সংবর্ধনায় পেয়েছেন ৬৯ লাখ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় কোটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা।