আইপিএল নিয়ে আশাবাদী রিশাদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলের অষ্টাদশ আসর মাঠে গড়াবে আগামী বছরের এপ্রিলে। তার আগে আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আসরের মেগা নিলাম। এই নিলামে নাম উঠছে ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম।
তার মধ্যে একজন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এই লেগ স্পিনার আত্মবিশ্বাসী তাকে কোন না কোন ফ্যাঞ্চাইজি অবশ্যই দলে নেবে। তবে নিলাম নিয়ে খুব বেশি ভাবছেন না রিশাদ।
আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রিশাদ গতকাল রোববার গণমাধ্যমে তিনি বলেছেন, ‘সাধারণত আমি কখনও চিন্তা করি না এসব নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করিনি। স্বাভাবিক থাকার চেষ্টা করি, সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়।
আমি নিজের ওপর আত্মবিশ্বাসী আছি। ভালো দিন, খারাপ দিন সবারই আসে-যায়। তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন ওই পরিস্থিতি আসবে তখন দেখা যাবে।’ পরে অবশ্য যোগ করেছেন, ‘ইচ্ছা তো সবার থাকে, কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনও কিছু নিয়ে, তাহলে কষ্ট পাব না।’
বিশেষ কোনও দলে খেলার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘এরকম নির্দিষ্ট কিছু ভাবিনি। মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু হলো অন্য দল। তখন মনটা খারাপ হবে। তো কোনও কিছু নিয়ে আশা করি না।’
তবে কলকাতা নাইট রাইডার্সের প্রতি আলাদা দুর্বলতা আছে বলে জানালেন রিশাদ। দুর্বলতার কারণ হিসেবে বলেছেন, ‘কলকাতা দলকে ভালো লাগে। শাহরুখ খানের জন্য নয়। কলকাতায় সাকিব ভাই খেলেছেন, লিটন দা খেলেছেন; সেজন্য ভালো লাগে। সুযোগ পেলে চেষ্টা করব ভালো খেলতে। এক জায়গায় ভালো করলে আরও দুই-চার জায়গা থেকে সুযোগ আসবে।’