দুই দিনের ম্যাচে ফল হওয়ার সম্ভাবনা কম। জয়-পরাজয়ের চেয়ে মূখ্য প্রস্তুতি। উইন্ডিজ একাদশের বিপক্ষে সে লক্ষ্য নিয়েই দুইদিনের প্রস্তুতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। তাতে জয়ের সমান লাভ এসেছে। ম্যাচ ড্র হওয়ার আগে বাংলাদেশ বোলাররা উইন্ডিজ একাদশের ৯ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৮৭ রানে। হ্যাটট্রিক করেছেন হাসান মুরাদ।
আগের দুই উইকেট নিয়ে সেভাবে উদযাপনই করেননি মুরাদ ও বাংলাদেশ দলের কেউ। তবে প্রস্তুতি ম্যাচ হলেও হ্যাটট্রিক তো ভিন্ন ব্যাপার! এবার তাই মুরাদকে মধ্যমণি করে উদযাপন হলো খানিকটা। স্বীকৃত কোনো ম্যাচ নয় বলে এই হ্যাটট্রিক অবশ্য থাকবে না রেকর্ড বইয়ে। হ্যাটট্রিকের রেশ থাকতে থাকতেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়লেন বাইরে থাকা লিটন কুমার দাস, জাকের আলিরা। যেটির মানে, ম্যাচের সমাপ্তি ওখানেই। শুধু মুরাদ নয়, বৃষ্টিবিঘ্নিত দিনে যতটুকু খেলা হলো, তাতে প্রস্তুতি খারাপ হলো না তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও অন্য বোলারদের। অ্যান্টিগায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে গত সোমবার প্রথম দুই সেশন খেলাই হয়নি বৃষ্টির কারণে। পরে ২৫.৪ ওভার খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র হয় ম্যাচ। ১.৪ ওভার বোলিং করে ১ রানে ৩ উইকেট নেন মুরাদ। তাসকিন ও হাসানের শিকার দুটি করে উইকেট, শরিফুল ইসলাম ও মিরাজের একটি করে।