ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে সাফ নারী ফুটবল

বাংলাদেশে সাফ নারী ফুটবল

গত মাসেই নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টের আয়োজক লাল সবুজের দেশ। তবে সেটি হবে বয়সভিত্তিক। আগামী বছরের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ আয়োজন করবে বাংলাদেশ। গতকাল বুধবার সাফের কম্পিটিশন কমিটির এক সভায় জুনিয়র নারী সাফের স্বাগতিক বাংলাদেশ নির্ধারণ হয়েছে।

বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’ এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়। গত বছর ফেব্রুয়ারি মাসে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে হয়েছিল মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ। যেখানে ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের হয়ে ফাইনালে ১টি করে গোল করেছিলেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়র ও উন্নতি খাতুন। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ ছাড়াও পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এ জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত