ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি অ্যাথলেটিকস প্রতিযোগিতা

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি অ্যাথলেটিকস প্রতিযোগিতা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৪। গতকাল বুধবার বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা অ্যাথলেটিকস মাঠে বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দল ১০টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দলের এসি-২ সাব্বির প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ বিবেচিত হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত সোমবার স্বাগতিক ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত