দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলীকে। তার বিরুদ্ধে লেভেল-টু অপরাধের শাস্তি আরোপ করা হয়েছে। কদিন আগেই শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের খেলা। রংপুর মুখোমুখি হয়েছিল বরিশাল বিভাগের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দুইবার আচরণবিধি ভঙ্গ করেছেন আকবর। এ কারণেই তাকে এই শাস্তি পেতে হচ্ছে তাকে। জানা গেছে ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন আকবর। সে সময় তার আচরণ স্বাভাবিক ছিল না বলে জানিয়েছেন ম্যাচের আম্পায়াররা।
তার প্রতিবাদদের মাত্রা অপেশাদারি হওয়ায় ম্যাচ শেষে তাকে নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। এবারের এনসিএলে সব মিলিয়ে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ১৮ জন ক্রিকেটার। সেখানে সর্বশেষ যুক্ত হলো আকবরের নাম। এই বিষয়টি নিশ্চিত করেছেন এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘ম্যাচ রেফারি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। সে আচরণবিধি ভঙ্গ করেছে দুইবার। এ কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।’ জাতীয় ক্রিকেট লিগের আর দুই রাউন্ড বাকি রয়েছে। ফলে আকবরকে আর এবারের এনসিএলে আর দেখা যাবে না তাকে। এই মৌসুমে আর প্রথম শ্রেণির কোনো ম্যাচ নেই বাংলাদেশের। আকবরের নিষিদ্ধ হওয়া নিশ্চিতভাবেই বড় ক্ষতি রংপুরের। বরিশালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে প্রথম ইনিংসে ২১ রান করেন আকবর। এরপর বল হাতেও নিয়েছেন দুটি উইকেট। এবারের জাতীয় লিগে ৫ ইনিংসে ১৫২ রান করেছেন এই ব্যাটার। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেললেও আর কোনো ইনিংসে ৪০ করতে পারেননি তিনি।