বাবর আজমের পক্ষ নিয়ে কথা বলায় পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ফখর জামান। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেয়া হয় তাকে। সহসাই যে এই ওপেনারকে আর ফেরানো হবে না সেই ইঙ্গিতও পরিষ্কার। তবে ফিটনেস ঠিক থাকলে তাকে অবশ্যই দলে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। গত বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আকিব বলেছেন যে বর্তমানে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ফখর। তবে যদি তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পুরোপুরি ফিট হন তবে তাকে আসন্ন সিরিজের জন্য বিবেচনা করা হতে পারে বলে জানান পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ।
মূলত পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স উন্নত করার গুরুত্বের উপর জোর দেয়াই আকিবের লক্ষ্য বলে জানান, ‘এই দায়িত্ব নেয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো পাকিস্তান দলের পারফরম্যান্সকে উন্নত করা। অস্ট্রেলিয়া সফরের সময় দেখা ত্রুটিগুলো ঠিক করে আমাদের মূল কাজ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য সেরা ওয়ানডে দল তৈরি করা।’
ফখর ফিট থাকলে তাকে নেয়া হবে বলে জানান তিনি ‘বর্তমান পাকিস্তান দলের পরিস্থিতিতে, স্পিনারদের ভূমিকা সর্বদা গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেয়ার লক্ষ্য রাখব এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে সাহায্য করব। যদি ফখর সম্পূর্ণ ফিটনেস ফিরে পান তবে তাকে অবশ্যই নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।’ আসন্ন জিম্বাবুয়ে সফরে ভালো পারফরম্যান্স দেখানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরো বলেন, ‘আমি ২০ বছর ধরে কোচিং করছি। ভবিষ্যতে, আমি নির্বাচক বা কোচ যে কোনো একটি বেছে নেব। আপাতত, ফোকাস ফল গঠনের দিকে। একটি বিজয়ী দল তৈরি করা।’ কন্ডিশনিং এবং দলের প্রয়োজনীয়তার গুরুত্ব দিয়ে যোগ্য খেলোয়াড়দের বেছে নেয়া হবে বলে মন্তব্য করেন আকিব, ‘যদিও স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ, তবে প্রাথমিক লক্ষ্য হল জয়। এবং আমরা দলের ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে এটি অর্জনের দিকে মনোযোগ দিব।’