‘পুরোনোরা যাবে নতুনরা আসবে, এটাই দুনিয়ার নিয়ম’
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ব্যক্তিগত সাফল্য, অর্জন আর কৃতিত্বকে বিবেচনায় আনলে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ বাংলাদেশের এ যাবতকালের সব পারফরমারদের চেয়ে এগিয়ে। তারা পারফরমার হিসেবে অনন্য। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি তিন ফরম্যাটে রান তোলা ও উইকেট প্রাপ্তিতে এখনো ‘পঞ্চ পান্ডবই’ বাকিদের চেয়ে এগিয়ে। বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের প্রধান রূপকার এমন প্রতিভাবান, মেধাবি ও অতি কার্যকর পারফরমারের অনুপস্থিতিতে বাংলাদেশ কেমন খেলবে? তা নিয়ে অনেকের মনেই আছে সংশয়। তবে জাতীয় দলের সাবেক পেসার ও ‘পঞ্চ পান্ডবের’ সাথে দীর্ঘদিন একসঙ্গে খেলা রুবেল হোসেন মোটেই চিন্তিত হতে নারাজ। তিনি ‘পঞ্চ পান্ডবের’ অনুপস্থিতিকে খুব বড় করে ও নেতিবাচক চোখে না দেখে ইতিবাচক মানসিকতায় দেখার পক্ষে। রুবেল বলেন, আমরা যদি ব্যাপারটাকে নেতিবাচক ভাবে দেখি তাহলে অন্যদের ভাল খেলার উদ্যম, অনুপ্রেরণা ও সাহস যাবে কমে। তারচেয়ে যতটা সম্ভব পজিটিভ চিন্তা করাই উচিৎ বলে মনে হয় আমার। ‘পঞ্চ পান্ডবে’র ব্যাপারে রুবেল আরো বলেন, এরাতো সবাই সারা জীবন ক্রিকেট খেলবে না। সবাই সব সময় জাতীয় দলে থাকবে না। মাশরাফি আগে থেকেই নেই। তামিম আর রিয়াদও কয়েক বছর ধরে টেস্ট দলের বাইরে। সাকিব আর মুশফিক ছিল, তারাও এ সিরিজে নেই। এরাতো সারা জীবন জাতীয় দলে থাকবে না। সারা জীবন ধরে খেলবে না। এটাই রীতি। এটাই নিয়ম। একদিন কেউই থাকবে না। সেটাই স্বাভাবিক। সারা পৃথিবী জুড়েই এমন রীতি। সবাইকে একদিন না একদিন বিদায় নিতে হয়। খেলা ছাড়তে হয়। বাংলাদেশে এক প্রজন্ম গেছে আরেক প্রজন্ম আসে। আমরাও আগের প্রজন্মর জায়গা এসেছিলাম।
ভারতের সাবেক প্রজন্মর উদাহরণ টেনে রুবেল বলেন, ভারতের দিকে তাকান, দেখবেন সেখানেও তাই। এক সময় শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বিরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মন, মহেন্দ্র সিং ধোনিরা ছিলেন। দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন। তারাই ছিলেন চালিকাশক্তি। এখন তারা কি কেউ আছে? কেউই নেই। তাদের বদলে নতুন প্লেয়াররা এসেছেন। তাই বলে কি টিম ইন্ডিয়া শেষ হয়ে গেছে? মোটেই না। ভারত এখনো ভালই খেলছে। তাদের অভাব চোখেই পড়ছে না। ক্রিকেটের কালচারই এমন। সব দেশেই একই নিয়ম। একই ধারা, এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম আসে। রুবেলের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন।
রুবেলের আশা, আমি চাচ্ছি বাংলাদেশ ভাল খেলুক। সিনিয়রদের কথা না বললেই নয়। বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদের অনেক অবদান। তারা অনেক সফল পারফরমার। কেউ অস্বীকার করতে পারবে না। সময়ের সাথে তাদের একদিন না একদিন চলেই যেতে হবে। তাই তাদের ছাড়াই এক সময় খেলতে হবে আমাদের। আমাদের পরের প্রজন্মকে তৈরি করতে হবে। এদেশের অনেক সাফল্য, অর্জন, তাদের হাত ধরেই অর্জিত হয়েছে। আমি চাই এমনদিন আর না আসুক। আমি আশা করবো আমাদের দল খুব ভালো খেলুক। সবাই যার যার সেরাটা দিক। আমি চাই আমরা টেস্টের মত খেলি। টেস্টের মেজাজ, ধরন, গতি-প্রকৃতির সাথে তাল মিলিয়ে পারফর্ম করুক, সেটা চাই।