ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েল সার্ভো মাস্টার্স গলফ ?টুর্নামেন্টের শিরোপা জিতেছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা। গতকাল শনিবার আসামের দিগবই গলফ কোর্সে শেষ হয়েছে এই প্রতিযোগিতা। এতে ৪ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের জামাল। ভারতের পিজিটিআই টুর্নামেন্টে এটা জামালের পঞ্চম শিরোপা।
পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে রানার্স আপ ভারতের গৌরব প্রতাপ সিং, কপিল কুমার, শচীন বৈশ্য ও দিব্যানুশ দুবে। টুর্নামেন্টে বাংলাদেশের আরেক গলফার আকবর হোসেন পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে ১৮তম হয়েছেন। আসামে প্রতিটি রাউন্ডেই জামাল অসাধারণ গলফ খেলেছেন। যার শুরুটা হয়েছিল প্রথম রাউন্ডে। এ দিন তিনি ৪টি বার্ডি করেন, কোনো বগি শট খেলেননি। দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। এ রাউন্ডে তিনি ৮টি বার্ডির বিপরীতে মাত্র একটি বগি শট খেলেন। তৃতীয় রাউন্ড অবশ্য খুব ভালো হয়নি। তবে এ দিন ৪টি বার্ডি ও ২টি বগির পাশাপাশি এদিন একটি ডাবল বগিও করেন। আর শনিবার শেষ রাউন্ডে জামাল খেলেন ৫টি বার্ডি ও ৩টি বগি শট। তারপরও সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ৮৫ লাখ ভারতীয় রুপি। যেখানে চ্যাম্পিয়ন হয়ে জামাল পাবেন ১২ লাখ ৭৫ হাজার রুপি।