ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট

লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে ‘লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট-২০২৪’। গত শনিবার ঢাকা সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জে. মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই টুর্নামেন্টে সর্বমোট ৭৮৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর মো. নাজমুল হক মাদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়াও, ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম মাসুদ, সিনিয়র বিভাগে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সফিকুর রহমান, লেডিস বিভাগে মিসেস শায়লা আহসান এবং জুনিয়র বিভাগে মাস্টার মেহনান তাসিন রহমান বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়রা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত