ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

১০ উইকেটে জিতল পাকিস্তান

১০ উইকেটে জিতল পাকিস্তান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান ডিএল মেথডে ৮০ রানে হেরেছিল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। তবে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াল পাকিস্তান। সাঈম আইয়ুবের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান ম্যাচ জিতেছে ১০ উইকেটে। বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে অলআউট হয় ১৪৫ রানে। আবরার আহমেদ নেন ৩৩ রানে ৪ উইকেট। জবাব দিশে নেমে সাঈম ৬২ বলে ১১৩ এবং আব্দুল্লাহ শফিক ৪৮ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। পাকিস্তান ম্যাচটি জিতেছে ১৯০ বল হাতে রেখে। সাঈম মাত্র ৫৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ানডেতে যা পাকিস্তানি কোনো খেলোয়াড়ের যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। সাঈমের ইনিংসে ১৭ চার ও ৩ ছক্কা। তার আগে জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন ডইন মায়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত