ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তাসকিনকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

তাসকিনকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে ব্যর্থতার অন্যতম কারণ ব্যাটিং বিপর্যয়। যার কারণে দলও ধারাবাহিকভাবে টানা চার সিরিজ হেরেছে। টাইগারদের টানা ব্যর্থতার এই সময়ে কিছুটা স্বস্তি মেলে বোলারদের কল্যাণে। ওয়েস্ট ইন্ডিজেও টেস্ট সিরিজের প্রথমটিতে হারের অপেক্ষায় থাকা বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদরা মোমেন্টাম দেয়ার চেষ্টা চালিয়েছেন। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করলেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি। চতুর্থ দিন শেষ হওয়ার আগে সফরকারীরা ১০৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে। এদিকে, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পর আবেগঘন একটি পোস্ট করেছেন তার স্ত্রী সাইয়েদা নাঈমা রাবেয়া। ব্যাটিংয়ের সময় তাসকিন মাথায় বলের আঘাত পাওয়ার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জানতে পারলাম আমার স্বামী কাঁঠের বল দ্বারা মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলে থাকেন তারা বুঝতে পারে এর ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম, কারণ আমি তার জন্য দুয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে, তবুও তার ব্যথা অনুভব করতে পারছি। তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না।’ এরপর টাইগার পেসারকে নাকি খেলতেও নিষেধ করেছিলেন তার স্ত্রী, ‘আমি তাকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে দয়া করে খেলো না। ওষুধ নিয়ে আর কতটুকুই ব্যথা সারে? ওর সাথে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরো দুই রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে। আল্লাহ তাকে যেন হেফাজত করেন এবং শুকরিয়া আদায় করলাম যে এরচেয়েও বড় কোনো ব্যথা থেকে আল্লাহ হেফাজত করেছেন।’ তবে তাসকিনের মাঠের পারফরম্যান্সে ঠিকই আবার খুশি হয়েছেন স্ত্রী নাঈমা, ‘যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে সে ৬টা উইকেট পেয়েছে এবং ২টি মিসও হয়েছে। এটাও ভালোর জন্যই (ইনশাআল্লাহ)। এমন অনেক গল্প আছে। এটা শেয়ার করার কারণ হলো শুধু আমার হাসব্যান্ড বলে না। অনেক প্লেয়াররাই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত