একে তো ঘরের মাঠ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আইসিসি র্যাংকিং, দলীয় শক্তি আর সামর্থের বিবেচনায় আইরিশ নারীদের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ নারীরা। সব সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নেমেছিল টাইগ্রসরা। এগিয়ে থাকার সেই প্রমাণ মাঠে রাখলেন নিগার সুলতানা জ্যোতিরা। দুর্দান্ত ব্যাটিংয়ে রানের ভিতটা গড়ে দিয়ে দিয়েছিলেন শারমিন সুপ্তা। তার ঝড়ো ব্যাটে ওয়ানডেতে প্রথমবার আড়াইশ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। যা টপকে জয় তো দূরে, ধারেকাছেও যেতে পারেনি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের স্পিনারদের ঝলকে খাবি খেল সফরকারিরা।
তাদের অল্প রানে আটকে নিজেদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে রেকর্ড গড়া জয়ে সিরিজ শুরু করেছেন লাল সবুজের মেয়েরা। এই জয় ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের জয় ছিল আগের রেকর্ড। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের এই সিরিজ থেকে নিগার সুলতানার দলের লক্ষ্য পূর্ণ ছয় পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে প্রথম পদক্ষেপ নিলেন তারা। চ্যাম্পিয়নশিপে ১৯ ম্যাচে তাদের এখন ১৫ পয়েন্ট। এ ম্যাচে শারমিনের পাশাপাশি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন ফারজানা হক। বরাবরের মতোই ধীরস্থির ব্যাটিংয়ে ৬১ রান করতে ১১০ বল খেলেন দেশের সফলতম ব্যাটার। সবসময়ই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় সমস্যা অতিরিক্ত ডট খেলার প্রবণতা। এই ম্যাচেও শুরুতে সেই চেনা চক্রে ছিলেন ফারজানা, মুর্শিদা খাতুনরা। তবে তিন নম্বরে নামা শারমিন দারুণ ব্যাটিংয়ে বদলে দেন চিত্র। ইনিংসজুড়ে উইকেটের চারদিকে শট খেলেছেন ২৮ বছর বয়সী ব্যাটার। আগের ৩৫ ম্যাচে যার গড় ছিল মাত্র ১৬.৫২ আর স্ট্রাইক রেট ছিল ৪৬.৭১, সেই ব্যাটার চমক দেন উন্নতির ছাপ রেখে। পায়ের দারুণ ব্যবহার, পাওয়ার হিটিংসহ চমৎকারভাবে ইনিংস সাজান তিনি। ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশছোঁয়া ইনিংসটিকে একটুর জন্য প্রথম সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। তবে ৮৯ বলে ৯৬ রানের ইনিংসটিতে গোটা দুয়েক কীর্তি ঠিকই গড়ে ফেলেন। বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন তিনি। গোটা ইনিংসে চার মারেন ১৪টি, সেটিও বাংলাদেশের রেকর্ড।
গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ায়েম টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। পরে মাত্র ২৮ ওভার ৫ বলে আইরিশদের ৯৮ রানে অলআউট করে দেয় নারীরা। ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা। ১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেনালির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি। বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন।
তা ছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। এর আগে ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখতে পারলেও শুরুর দিকে বেশ মন্থর ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। তবে ততক্ষণে ১৮ ওভারেরও বেশি খেলা শেষ হয়ে যায়। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ ভালোভাবেই এগোতে থাকেন শারমিন সুপ্তা। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এ জয়ে নারী ওয়ানডে সুপার লিগে আরো পয়েন্ট পেল বাংলাদেশ। এই লিগের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশের সুযোগটা খুব কম। আইরিশদের সঙ্গে ৩-০ তে জিতলেও পরের সিরিজে উইন্ডিজের বিপক্ষেও ৩-০ তে জিততে হবে সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে। একই মাঠে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।