বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল বর্তমান প্রজন্ম। যার নাম জেন জেড। নতুন বাংলাদেশের কারিগর এই প্রজন্মকে উৎসর্গ করে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে জেন জেড ফাইট নাইট। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড রাজধানীর বসুন্ধরা জেএএফএফ এরেনায় এই ফাইট নাইটের আয়োজন করেছে। যেখানে রিংয়ে লড়াই হবে বাংলাদেশের বক্সারদের সঙ্গে ভারত ও নেপালের বক্সারদের। ১৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে দিনব্যাপী লড়াইয়ে। যার মধ্যে আন্তর্জাতিক সাতটি এবং ঘরোয়া ছয়টি ইভেন্ট রয়েছে। ১০টি বাউট ছেলেদের ও তিনটি মেয়েদের। তবে দিনের আকর্ষণীয় ফাইট ডব্লুবিসি এশিয়া কন্টিনেন্টাল ফাইওয়েট টাইটেল বেল্ট। মর্যদার এবং আকর্ষণীয় এই লড়াইয়ে অবতীর্ণ হবেন বাংলাদেশের সাবিউল ইসলাম ও ভারতের রামা কৃষ্ণান। রাত নয়টায় শুরু হবে খেলাটি।
এ ছাড়া টুর্নামেন্টে খেলবেন ২০১০ ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী বক্সার জুয়েল আহমেদ জনি এবং ২০১৯ নেপাল এসএ গেমসে রুপা জয়ী বক্সার রবিন মিয়া। দীর্ঘ দিন পর প্রতিযোগিতামূলক লড়াইয়ে রিংয়ে জনি লড়বেন নেপালের রগিথ রাজা এবং পিঠের ইনজুরির জন্য দুই বছর খেলতে না পারা রবিন লড়বেন নেপালের পুরান রায়ের সঙ্গে। এই লড়াইয়ের মধ্য দিয়ে ফের রিংয়ে ফিরছেন রবিন। বুধবার এএফ বক্সিং এরেনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তার কথা, ‘এ যাবতকালের সেরা ফাইট হবে এটি। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। কারণ দর্শকদের জন্য ভিভিআইপি টিকিট তিন হাজার ও সাধারণ দর্শকদের জন্য মাত্র ২০০ টাকা রাখা হয়েছে টিকিট মূল্য।’ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এএ এরাবিয়ান অ্যান্ড টার্কিশ ক্যাফে, পাওয়ারড বাই আসাদ অ্যারেনা ইন্টারন্যাশনাল লিমিটেড। হোটেল পার্টনার এএ হোটেল অ্যান্ড কনভেনশন লাউঞ্জ এবং স্পোর্টসওয়্যার পার্টনার এএফ স্পোর্টস আউটলেট।