ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আরেক মাইলফলকের সামনে রোনালদো

আরেক মাইলফলকের সামনে রোনালদো

সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচে করেছেন জোড়া গোল। পর্তুগালের কিংবদন্তি রোনালদো একটু একটু করে এগিয়ে চলছেন এক হাজার গোলের মাইলফলকের দিকে। যেখানে রোনালদোর আশপাশে নেই কেউ। আল-নাসের অধিনায়ক অবশ্য, এসবের দিকে নজর দিচ্ছেন না এখন। তার চাওয়া, যতদিন খেলবেন ততদিন উপভোগ করে যাবেন খেলাটাকে। উপভোগের মন্ত্র নিয়েই যেন ২০২৪ রাঙালেন রোনালদো। বছরের বাকি আছে আর এক মাস। এর মধ্যে ৪৯টি ম্যাচ খেলে ৪৭ গোলে সরাসরি অবদান রেখেছেন সিআরসেভেন। ৪০টি গোল করার পাশাপাশি করিয়েছেন সাত গোল। একবিংশ শতাব্দীর প্রথম ফুটবলার হিসেবে ৯০০ ক্যারিয়ার গোল স্পর্শ করায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে রোনালদোকে দেয়া হয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ সম্মাননা ‘কুইনাস দে প্লাটিনা ট্রফি।’

এদিকে, ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন রোনালদো। মেসি-নেইমারের সম্মিলিত আয়ের চেয়ে বেশি অর্থ পর্তুগিজ যুবরাজের। ফোর্বসে প্রকাশিত প্রতিবেদন মতে, গত এক বছরে রোনালদোর মোট আয় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরই খুলেছেন নিজের ইউটিউব চ্যানেল ‘ইওর রোনালদো’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত