আর্জেন্টিনা জাতীয় দলে হয়ে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন এক সময়। ক্লাব ফুটবলে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতেও একসঙ্গে খেলেছেন। বন্ধু, সতীর্থ হাভিয়ের মাশচেরানোই হচ্ছেন ইন্টার মায়ামির প্রধান কোচ। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের এ ক্লাবটিতে গত বছর যোগ দেন মেসি। তারপর থেকেই সাফল্যে ভাসছে ইন্টার মায়ামি। সম্প্রতি হুট করেই ক্লাব ছাড়ার ঘোষণা দেণ কোচ তাতা মার্টিনো। তার পরই গুঞ্জন উঠেছিল মেসিদের পরের কোচ হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার মাশচেরানো। সেই গুঞ্জন অবশেষে সত্য হল। মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক এ সতীর্থ। স্থানীয় সময় গত মঙ্গলবার এক বিবৃতিতে মাশচেরানোর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইন্টার মায়ামি। এই আর্জেন্টাইনকে ৩ বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। মেসিকে কেন্দ্র করেই যেন আবর্তন হচ্ছে মায়ামির। তারই সাবেক সতীর্থদের এনে একত্রিত করা হচ্ছে ফ্লোরিডার ক্লাবে। এসেছেন জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সার্জিও বুশকেটসের মতো তারকারা। এবার ডাগআউটেও যুক্ত করা হলো মেসির সাবেক ক্লাব ও জাতীয় দলের সতীর্থকে। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে মেসির সতীর্থ ছিলেন মাশচেরানো। বার্সেলোনার হয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়াও ওয়েস্ট হ্যাম, লিভারপুল, রিভার প্লেট এবং করিন্থিনিয়ান্সের হয়েও খেলেছেন মাশচেরানো। ২০২২ সালে কোচিং ক্যারিয়ারের শুরু মাশচেরানোর। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও ২৩-এর দায়িত্ব পালনের পর এবার প্রথম কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিলেন তিনি। নতুন এই দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাশচেরানো। তিনি বলেন, ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং এর সমর্থকদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। মাশচেরানোর কোচিং অভিজ্ঞতা সীমিত হলেও মায়ামির যৌথ মালিক হোর্হে মাস জানালেন, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে আনা হয়েছে। দুজনে একসঙ্গে বার্সেলোনায় আট মৌসুম খেলেছেন। ২০১১ ও ২০১৫ চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি পাঁচটি লা লিগা ট্রফি জিতেছেন। ২০০৮ সালে অলিম্পিকের স্বর্ণজয়ীও ছিলেন তারা, তারপর আর্জেন্টিনার জার্সিতে একত্রিত হয়ে খেলেছেন আরও বহু বছর। প্রাক মৌসুমেই কাজে যোগ দেবেন মাসচেরানো। আগামী বছর অভিষেক হবে এমএলএস-এ।