ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ

প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ

জুলাই-আগস্টে ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতার পালাবদল ঘটেছে। তাতে বদলে গেছে অনেক কিছুই। পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। অনেক ক্রীড়া সংস্থার নেতৃত্ব বদল হয়েছে। বদলে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। নতুন নির্বাচিত কমিটির অধীনে প্রথমবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ঘরোয়া ফুটবলের সব চেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের ১৭তম আসরে অংশ নিচ্ছে ১০টি দল। আজ উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লিগের বর্তমান রানার্সআপ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। একই সময়ে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব। এ ছাড়া সন্ধ্যা সাড়ে পাঁচটায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিংস খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। গত মৌসুমের মতো এবারো শুধু মাত্র সপ্তাহের দু’দিন (শুক্র ও শনিবার) থাকছে লিগের খেলা। লিগের মাঝেই প্রতি মঙ্গলবার চলবে ফেডারেশনকাপের খেলা। এবার ভেন্যুর তালিকায় যোগ হয়েছে গাজিপুরের শহীদ বরকত স্টেডিয়াম। বাদ পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। ভেন্যু সংকট থাকায় একটি মাঠকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে দু’টি করে ক্লাব। দেশের দুই জনপ্রিয় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও ঢাকা আবাহনীর হোমভেন্যু কুমিল্লা, কিংস ও ফার্টিসের হোমভেন্যু কিংস অ্যারেনা, ব্রাদার্স ও রহমতগঞ্জের হোমভেন্যু হিসেবে নিয়েছে মুন্সিগঞ্জকে, দুই নবাগত ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্সের হোম ভেন্যু গাজীপুর এবং চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের হোমভেন্যু ময়মনসিংহ। গত কয়েক মৌসুম ধরে স্বাধীনতাকাপ মাঠে গড়াচ্ছে মৌসুম সূচক টুর্নামেন্ট হিসেবে। এবারের মৌসুমে মাঠেই থাকছে না এই টুর্নামেন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত