ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন নয়। এই দুই দেশের মধ্যে চির বৈরিতা এখনো চলমান। পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট হলে ভারত বাগড়া দেবেই, এটা যেন এখন অলিখিত নিয়ম হয়ে উঠেছে। ভারত না যাওয়াতেই গেলবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান। যেখানে ভারতের ম্যাচ হয় শ্রীলঙ্কায়।
এবার আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও একই তালবাহানা শুরু করেছে ভারত। তারা পাকিস্তানে যেতে চায় না। ফলে বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে সঙ্কটে পড়ে গেছে আইসিসি। বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। সে বৈঠকের আগে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আইসিসির ইভেন্টটি নিয়ে বাড়ছে জটিলতা। এ নিয়ে আইসিসি ২৯ নভেম্বর একটি ভার্চুয়াল সভা ডেকেছে।
সেখানেই নির্ধারিত হওয়ার কথা রয়েছে বৈশ্বিক এই আসরের ভাগ্য। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ‘আমরা ভারতে গিয়ে খেলব এবং তারা এখানে (পাকিস্তানের মাঠে) এসে খেলবে না। যা হবে সব সমতার ভিত্তিতে হবে। আমরা আইসিসিকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কী হবে, সেটা আপনাদের জানাচ্ছি।’ চ্যাম্পিয়নস ট্রফির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। এমন সময়ে যাতে কোনো ভুল সিদ্ধান্ত না আসে, সেটা জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে নাকভি আরো বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিজ্ঞা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেটাই করব। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার দলও তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে।’
সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারো চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। ২০২৫ সালের আসরে খেলবে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান। ভারত পাকিস্তানে না গেলেও পাকিস্তান ঠিকই ভারতে গিয়ে কয়েকটি আসর খেলেছে। ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারত সফরে গিয়েছে।