কে হচ্ছেন বাফুফে সদস্য

এখলাস নাকি মনি?

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি কার্যনির্বাহীর একটি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ।

২৬ অক্টোবর অনুষ্ঠিত কার্যনির্বাহী একটি সদস্য পদে (সাইফুর রহমান মনি এবং সংগঠক এখলাছ উদ্দীন) দু’জন সদস্যের ভোট (৬১) সমান হওয়ায় পুনরায় নির্বাচন। মনি জাতীয় দলের সাবেক ফুটবলার।

বর্তমানে কোচিং পেশায় জড়িত। অন্যদিকে এখলাছ উদ্দীন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি। ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন।

তার প্রচেষ্টায় চুয়াডাঙ্গা প্রায় এক দশক পর ২০২৩ সালে চুয়াডাঙ্গা লিগ আয়োজন করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া নিজ জেলায় সারা বছর ফুটবল মাঠে রাখায় বলিষ্ঠ ভূমিকা রাখছেন।

৩০ অক্টোবর পুনর্নির্বাচনে বাফুফে’র ১৫তম সদস্য হিসেবে কে নির্বাচিত হবেন, সেটা সময়েই বলে দেবে। যদিও মনি এবং এখলাস দু’জনেই জয়ের ব্যাপারে আশাবাদী।