জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকিতে সর্বশেষ তিন বারের মুখোমুখিতে মালয়েশিয়ার বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। ২০১৫ সালে ৮-০ গোলে হেরেছিল। এরপর ২০২৩ সালে ১-৫ গোলে হার বাংলাদেশের। ২০০৮ সালে হার ১-০ গোলের। সেই মালয়েশিয়ার সঙ্গে জুনিয়র এশিয়া কাপ হকিতে শনিবার জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। এই ড্রয়ে যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা দারুণভাবে বেঁচে রইলো বাংলাদেশের। কারণ ১০ দলের টুর্নামেন্টে অন্তত সপ্তম হতে পারলেও বাংলাদেশ খেলবে বিশ্বকাপে। ওমানে চলমান টুর্নামেন্টে মালয়েশিয়ার বিপক্ষে একটা পর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে। গতকাল শনিবার ওমানের মাস্কটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে সমান তালে খেলেছে বাংলাদেশ। যদিও প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় মালয়েশিয়া। ২ মিনিটে দানিশ দানিয়ালের গোলে বাংলাদেশকে পিছনে ফেলে তারা। পিছিয়ে থেকে ২৭ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর লাইন ১-১ করেছেন। ৩৬ মিনিটে বাংলাদেশে এগিয়ে যায়। মোহাম্মদ হাসান গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। চার মিনিট পর আবার সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে ২-২ করেন। আজ রোববার গ্রুপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।