ভিনিসিয়ুসকে গালি দিয়ে নিষিদ্ধ নাবালক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারে এরই মধ্যে বহুবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ কারণে অনেক দোষী দর্শককে আইনের আওতায়ও আনা হয়েছে।

তবুও যেন বর্ণবাদী আক্রমণ থেকে নিস্তার নেই ভিনির। ভিনিকে বর্ণবাদী গালি দেয়ায় এবার এক দর্শককে মাঠে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। অভিযুক্ত নাবালক এই দর্শক নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে ব্রাজিলিয়ান তারকার কাছে ক্ষমাও চেয়েছেন।

গত শুক্রবার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, নাবালক সেই দর্শক নিজের ভুল স্বীকার করেছেন, লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন এবং প্রসিকিউটর অফিসের দেয়া সাজা মেনে নিয়েছেন।

নাবালক সেই দর্শককে কত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা ছাড়াও সেই দর্শককে ৪০ ঘণ্টা সামাজিক শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। ভিনির প্রতি বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছিল গত মৌসুমে লা লিগাইয় রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়ালের ম্যাচে। গত জুন থেকে এ পর্যন্ত রিয়ালের ফুটবলারের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি।