ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেই সাকিব-শান্ত-মুশফিক ও হৃদয়

ওয়ানডে দলে তারুণ্যের মেলা

ওয়ানডে দলে তারুণ্যের মেলা

‘জাতীয় দলে খেলার মতো অবস্থায় নেই সাকিব আল হাসান’। আগের দিনই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণায় তার প্রতিফলন দেখা গেছে। এক সময়ের বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সাদা পোশাকের মতোই রঙিন পোশাকেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে সিরিজটি মিস করছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তরুণ পারফর্মার তাওহিদ হৃদয়। এছাড়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে তাই এবার পরিবর্তন আছে বেশ কিছু। দলে ফিরেছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ও পেসার তানজিম হাসান। চোটের কারণে আফগানদের বিপক্ষে সিরিজে না থাকা লিটন কুমার দাস ও ওই সিরিজে বিশ্রামে থাকা হাসান মাহমুদ ফিরেছেন দলে। ছয়টি টি-টোয়েন্টি খেলা পারভেজ হোসেন ইমন এবার পেয়েছেন ওয়ানডে দলের ঠিকানায়। এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও ওয়ানডের চূড়ান্ত দলে আগ্রাসী এই ওপেনারের জায়গা হলো প্রথমবার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা অবশ্যই সাকিবের অনুপস্থিতি। অক্টোবরে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও অনেক বিতর্ক, পক্ষে-বিপক্ষে আন্দোলন ও টানাপোড়েনের পর শেষ পর্যন্ত নিরাপত্তার ঝুঁকির কারণে তিনি আসতে পারেননি দেশে। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজেও তাকে দেখা যায়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তখন বলেছিলেন, মানসিক ও শারীরিক অবস্থার কারণে সাকিব নিজেই ওই সিরিজ খেলতে চাননি।

বিসিবি সভাপতি ওই সময়টায় বেশ কবারই বলেছেন, সাকিবের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখতে চান তারা। তবে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, সাকিবের খেলার প্রশ্নে খুব বেশি উত্তর তার জানা নেই। হত্যা মামলার আসামী এই ক্রিকেটারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালতের ব্যাপারটি তুলে ধরেন বোর্ড প্রধান। পাশাপাশি তিনি বলেন যে, দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় সাকিব নেই। বোর্ড প্রধানের সেসব কথার প্রতিফলনই পড়ল স্কোয়াডে। দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কজনের থাকা ও না থাকার ব্যাখ্যা দেয়া হলেও সাকিবকে নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। নির্বাচক হান্নান সরকার শুধু বললেন, ‘বিসিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, সাকিব এই সিরিজে আনঅ্যাভেইলঅ্যাবল।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ এটিই। অতি নাটকীয় কিছু না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার খেলা এখন অসম্ভব বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিও মাঠের বাইরে থেকেই হয়ে যাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের পর চোটের কারণে ছিটকে যান মুশফিক, দ্বিতীয় ম্যাচের পর ছিটকে পড়েন শান্ত। এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি দুজন। হৃদয় চোটে পড়েন কিছুদিন আগে ব্যক্তিগত অনুশীলনের সময়। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি জানান, দুই সপ্তাহ পর আবার পর্যালোচনা করে দেখা হবে এই ব্যাটসম্যানের চোটের অবস্থা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক ম্যাচ খেলে চার রানে আউট হওয়া জাকির আবার জায়গা হারিয়েছেন দলে।

দলে ফেরা আফিফ হোসেন তার ৩১ ওয়ানডের সবশেষটি খেলেছেন গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে। চোট কাটিয়ে জায়গা ফিরে পেয়েছেন তানজিম হাসান। আগ্রাসী এই পেসার এখন গায়ানায় গ্লোবার সুপার লিগ টি-টোয়েন্টিতে খেলতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। সেখানে তিন ম্যাচে নিয়েছেন চার উইকেট। সিনিয়ররা না থাকায় প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তরুণ এই ব্যাটার ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক স্কোয়াডের সদস্য ছিলেন। ৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের অপেক্ষাতে আছেন তিনি। ৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি করা পারভেজের রান ১ হাজার ৮৫২।

বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত