ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম দিনেই মুখোমুখি বসুন্ধরা-ব্রাদার্স

ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে আজ

ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে আজ

‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ২০২৪’ নামে নতুন টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হয়ে গেছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচের এই টুর্নামেন্ট ছিল এটি। এবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভিন্ন দুই ভেন্যুতে। দু’টি ম্যাচই হবে দুপুর ২.৩০ মিনিটে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব খেলবে ফর্টিস এফসির বিপক্ষে।

এবারের মৌসুমে তিনটি টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ হয়েছে একম্যাচের মৌসুুম সূচক টুর্নামেন্ট চ্যালেঞ্জকাপ। যেখানে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শক্তিধর বসুন্ধরা কিংস। যদিও মৌসুমের শুরুর এই টুর্নামেন্টেই শুরু হয়েছে বিতর্ক দিয়ে। বসুন্ধরার হোম ভেন্যু কিংস এ্যারেনাতে গ্যালারী থেকে মাঠে স্মোক ফ্লেয়ার ফেলায় ওই ম্যাচে মনযোগ হারিয়ে শিরোপা জিততে পারেনি বলে দাবি মোহামেডানের। কারণ এই ঘটনার আগে পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল মোহামেডানই। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় বসুন্ধরা। এরই মধ্যে লিগও মাঠে গড়িয়েছে। শেষ হয়েছে লিগের প্রথম রাউন্ডের খেলা। বাকি ছিল ফেডারেশনকাপ। সেটিও মাঠে গড়াচ্ছে আজ থেকে। লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে বসুন্ধরা। তাই আজ ফেডারেশনকাপের ম্যাচেও নিশ্চিতই ফেবারিট দল কিংস। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নও অবশ্য লিগে জয়েই শুরু করেছে। প্রথম ম্যাচে তারা পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। ময়মনসিংহে পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ ফর্টিসেরও লিগে হার দিয়ে শুরু। তারা রহমতগঞ্জের কাছে হেরেছে ৩-১ গোলে। তাই ফেডারেশনকাপের প্রথম ম্যাচটা কিছুটা একপেশে হবার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ প্রায় সমশক্তিরই। গত মৌসুমের মতোই এবারও ফেডারেশনকাপ হবে লিগের মাঝে মাঝে প্রতি সপ্তাহের মঙ্গলবার। লিগের দশ দলই খেলছে ফেডারেশনকাপে। দশ দলকে ভাগ করা হয়েছে ‘এ’ এবং ‘বি’ এই দুই গ্রুপে। গ্রুপ ‘এ’তে আছে বসুন্ধরা কিংস, পুলিশ ফুটবল ক্লাব, ফর্টিজ এফসি, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ওয়ান্ডারার্স ক্লাব। গ্রুপ ‘বি’তে আছে দুই চীরপ্রতিদ্বন্দ্বী ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব (বর্তমান রানার্স আপ), এই গ্রুপের অন্য তিন দল হলো- চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দুই গ্রুপে পাঁচটি করে দল থাকায় প্রতি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ওই ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে। আজ থেকেই টুর্নামেন্ট শুরু হলেও ফাইনাল ম্যাচ হবে আগামী বছর ২ মে। গত আসরের মতো এই আসরেও ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। গত আসরে ফেডারেশনকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা। গত বছর ২২ মে অনুষ্ঠিত সেই আসরের ফাইনাল ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল কিংস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত