স্যার ডন ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠতে যাচ্ছে। যার মূল্য তিন লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ‘বোনহ্যামস’ জানিয়েছে, মঙ্গলবার (আজ) সিডনিতে নিলামে তোলা হবে অস্ট্রেলিয়ান কিংবদন্তির এই ক্যাপ। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এই ক্যাপ পরে খেলেছিলেন ব্র্যাডম্যান। স্বাধীনতা লাভের পর সেটাই ছিল বিদেশের মাটিতে ভারতের প্রথম সিরিজ। ওই সিরিজে ৬ ইনিংসের চারটিতেই ব্র্যাডম্যান করেছিলেন সেঞ্চুরি, যার একটি ছিল ডাবল। ১৭৮.৭৫ গড়ে রান করেছিলেন ৭১৫। সিরিজে সাড়ে ৪০০ রানও ছিল না আর কারও। ৫২ টেস্টে ৯৯.৯৪ ব্যাটিং গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেন ব্র্যাডম্যান। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান বলে মনে করা হয় তাকে। বলা হয়, শুধু ক্রিকেট বা খেলাধুলার জগতে নয়, সব মিলিয়েই একসময় অস্ট্রেলিয়ায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি।