ওয়ানডেতে নজর কেড়ে টি-টোয়েন্টি দলে শারমিন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। তিন ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য গতকাল সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে দুই বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। সদস্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২১১ রান করা ব্যাটার সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডে, ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলা সুমনা শুরুতে থিতু হয়েছিলেন সিডনিতে। ঘরোয়া লিগে নিয়মিত অংশ নিতেন তিনি। এ বছরের জানুয়ারিতে ঠিকানা বদলে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির হয়ে খেলেছেন। বছর চারেক অস্ট্রেলিয়ায় কাটিয়ে ফিরেছেন দেশে। এসেই হাতে তুলে নেন মাইক্রোফোন। বাংলাদেশের মেয়েদের হোম সিরিজগুলোতে ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে। জাতীয় দলে ফেরার লড়াইও করে গেছেন ?সুমনা। ক্যাম্পে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ভালো করায় সুযোগ প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন তিনি। ১৪ সদস্যের দলে জায়গা পাননি পেসার মারুফা আক্তার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শামীমা সুলতানা, দিশা বিশ্বাস ও শারমিন সুলতানাকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ ডিসেম্বর প্রথম আর ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই দুপুর ২টায় মাঠে গড়াবে। এরপর ৯ ডিসেম্বর সকাল ১০টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।