মাঠ থেকে আইসিইউতে ইতালিয়ান ফুটবলার

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ম্যাচ চলার সময় হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন এদোয়ার্দো বোভে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন, কয়েক কদম যেতেই লুটিয়ে পড়লেন মাটিতে। সঙ্গে সঙ্গে ছুটে এলেন চিকিৎসক। মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয় ইতালিয়ান ফুটবলারকে। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি। সেরি আয় রোববার রাতে ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের ম্যাচ চলাকালে ঘটে এই দুর্ঘটনা। ২২ বছর বয়সী ফিওরেন্তিনার ফুটবলার বোভে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ম্যাচটি স্থগিত হয়ে যায়। তখন পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ম্যাচের ১৬তম মিনিটে হুট করে বোভে মাটিতে লুটিয়ে পড়লে দুই দলের খেলোয়াড়রা চিকিৎসকদের দ্রুত মাঠে আসার জন্য ডাক দেন। প্রাথমিক চিকিৎসা চলার সময় বোভেকে ঘিরে ছিলেন দুই দলের খেলোয়াড় ও স্টাফরা। পরে তাকে স্ট্রেচারে বাইরে নেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে দ্রুত পাঠানো হয় হাসপাতালে। ফিওরেন্তিনা বিবৃতিতে জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবার বোভের শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করা হবে। রোমা থেকে গত অগাস্টে পুরো মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় যোগ দেন বোভে। এখন পর্যন্ত নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে একটি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন এই তরুণ মিডফিল্ডার। ফিওরেন্তিনার জার্সিতে তার একমাত্র গোলটি এসেছে সাবেক ক্লাব রোমার বিপক্ষেই, গত অক্টোবরে সেরি আয়।