হারের পর শিরোপা উদযাপন সিলেটের

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের শেষটা ভালো করতে পারেনি চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। প্রথমবারের মতো শিরোপা স্বাদ পাওয়া দলটি হেরে গেছে রাজশাহীর কাছে। তাদের অবশ্য চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ৭ ম্যাচে ৪ জয়, দুই ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছে সিলেট। ৭ ম্যাচে দুই জয়, চারটি ড্র ও একটি হারে ৮ পয়েন্ট দুইয়ে থাকা ঢাকা বিভাগের।

তিন জয় ও সমান দুটি করে ড্র ও হারে ঢাকা মেট্টো তিন, ৭ ম্যাচে ২ জয় ও এক হারে রংপুর আছে চারে। ৭ ম্যাচে দুই জয়, ১ হার ও চার ড্রয়ে খুলনা এবার শেষ করেছে পাঁচে। ছয় ও সাতে থাকা চট্টগ্রাম ও রাজশাহীর জয় দুটি করে। এক জয় নিয়ে সবার শেষে আছে বরিশাল। ১২ ইনিংসে ৭৮.৫০ গড়ে ৭৮৫ রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন অমিত হাসান। ১৩ ইনিংসে ৭০০ রান করে দুইয়ে আছেন খুলনার এনামুল হক বিজয়, সমান ইনিংসে ৫৮৭ রান করে তিনে আছেন অমিত মজুমদার।

১৪ ইনিংসে ৩৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন ঢাকার এনামুল হক। ১১ ইনিংসে ২৮ উইকেট পেয়েছেন চট্টগ্রামের আশরাফুল হাসান। ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে তিনে আছেন রুয়েল মিয়া। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর কাছে ৫৪ রানে হেরে গেছে আগেই শিরোপা নিশ্চিত করা সিলেট। প্রথম ইনিংসে রাজশাহী ২২৬ রানে অলআউট হওয়ার পর ২১২ রান করে সিলেট। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ১৮৬ রান করার পর সিলেট অলআউট হয়েছে স্রেফ ১৪৬ রানে। ৮ উইকেট হারিয়ে ১৪২ রান নিয়ে শেষ দিন শুরু করে সিলেট। তাদের হারটা ছিল অনেকটা অবধারিত। চার যোগ করতেই শেষ দুই উইকেট হারিয়ে ফেলে তারা।