বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের আসর শুরু হয়েছে গত শুক্রবার। গতকাল মঙ্গলবার কুমিল্লা ও ময়মনসিংহ ভেন্যুতে দুই ম্যাচ দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জিতলেও ফর্টিজ ও পুলিশের ম্যাচ ড্র হয়েছে। ফেডারেশন কাপ শুরুর আগে আলোচনায় ছিল মাঠ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার আগেরদিন ক্রিকেট পিচ উঠানোর প্রক্রিয়া শুরু হয়। সেই অপ্রস্তুত মাঠেই গতকাল বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল। যেখানে ১-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লা এক সময় দেশের সেরা ফুটবল ভেন্যু ছিল। গত মৌসুমে কুমিল্লায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে সেখানে। এতে মাঠটিতে ফুটবল ম্যাচের উপযোগী পরিচর্যা হয়নি। কিক-অফ বৃত্তের বড় অংশ জুড়ে ক্রিকেট পিচ উঠানোর পর ফাঁকা মাটি দেখা যাচ্ছে। সাইডলাইনের পাশেও অনেক জায়গায় ঘাস নেই। ফলে ঝুঁকিপূর্ণ মাঠে ফুটবলাররা স্বাভাবিক খেলা খেলতে পারেননি। ব্রাদার্স ইউনিয়নকে বসুন্ধরা কিংস আগে গোল বন্যায় ভাসাত। এবার ব্রাদার্সে জাতীয় কয়েকজন ফুটবলার থাকায় শক্তিমত্তা বেড়েছে।
ফেডারেশন কাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই খেলেছে ব্রাদার্স। যদিও ৬৯ মিনিটে তপু বর্মণের একমাত্র গোলে কিংস জয় আদায় করে নেয়। এবারের ফেডারেশন কাপে দলের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। দিনের অন্য ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। ময়মনসিংহ স্টেডিয়ামের মাঠটি অবশ্য খুবই সুন্দর।
ভালো মাঠ পেয়েও ফর্টিজ এবং বাংলাদেশ পুলিশের কেউ গোল করতে পারেনি। দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া দশটি দল দুই গ্রুপে ফেডারেশন কাপ খেলছে। ‘এ’ গ্রুপের চারটি দল মাঠে নেমেছিল। এই গ্রুপের পঞ্চম দল ঢাকা ওয়ান্ডারার্স। গত শুক্র-শনিবার প্রিমিয়ার লিগের খেলার মাঝে প্রতি সপ্তাহের মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে উঠবে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মতো সেই চার দল খেলবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পদ্ধতিতে।