ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আম্পায়ার রাসেলের লাশ আসছে আজ

আম্পায়ার রাসেলের লাশ আসছে আজ

ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের লাশ আসছে আজ। সকালে তামাবিল স্থলবন্দরে তার লাশ গ্রহণ করবেন দীর্ঘদিনের বন্ধুবর রাইসুল আলম রুমেল ও রাসেল কবির সুমন। এরই মধ্যে সিলেটে পৌঁছেছেন এই দুজন। সাবেক তারকা শাটলার ও ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা বলেন, ‘ইসমাইল নজীবের পোস্টমর্টেম হয়ে গেছে।

তার লাশ দেশে পাঠানোর জন্য যাবতীয় কাজ শেষ করতে সময় লেগেছে। সোমবার সকালে তামাবিল বন্দরে তার লাশ গ্রহণ করবে রুমেল ও রাসেলসহ নজীবের পরিবার। এরপর ঢাকায় নিয়ে আসা হবে।’ ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়েছিলেন দেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। দায়িত্ব পালন করতে গিয়েই মৃত্যুবরণ করেন তিনি। ৫২ বছর বয়সি এই আম্পায়ার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্তও ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত