‘একদিন সারাবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে’
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
‘সাফে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গণে নতুন প্রেরণার সঞ্চার করবে’, গত শনিবার কক্সবাজারের ইনানিতে বে ওয়াচ হোটেলে সাফ জয়ী মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সংবর্ধনা অনুষ্ঠানে বিওএ ও সেনাবাহিনীর পক্ষ থেকে সাবিনাদের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন তিনি। এ সময় আরো নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি ঋতুপর্ণা চাকমা সেরা খেলোয়াড় ও রুপনা চাকমা সেরা গোলকিপারের পুরস্কার জেতেন।