স্বাধীন বাংলা ফুটবল দলে আরো এক নক্ষত্রের পতন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের স্বাধীনতা সূর্যের আগমনে যাদের ভূমিকা রয়েছে, তাদের মধ্যে অন্যতম স্বাধীন বাংলা ফুটবল দল। এই দলের সবাই একেকটি নক্ষত্র। স্বাধীনতার আকাশ থেকে একে একে ঝড়ে পড়ছেন সেই নক্ষত্রেরা। ক’দিন আগেই চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এবার ধরাধমের মায়া ত্যাগ করলেন দলটির সদস্য ফজলে সাদাইন খোকন (৭০)। শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই কৃতি ফুটবলার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে সাদাইন স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে যান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।