এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। গ্রুপের অন্য দুই দল হংকং ও সিঙ্গাপুর। গতকাল সোমবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ বাছাইয়ের এই ড্র অনুষ্ঠিত হয়। এশিয়া কাপ বাছাইয়ে ২৪ দল ছয়টি গ্রুপে খেলবে। প্রত্যেক গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৫ সালের মার্চ থেকে পরের বছরের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এটি লাল সবুজদের অ্যাওয়ে ম্যাচ। বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপ ফুটবলের মূলপর্বে খেলেছে। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি। এশিয়া কাপে এখন এশিয়ার শীর্ষ ২৪ টি দেশ অংশ নেয়।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ সূচি
২৫ মার্চ : ভারত ও বাংলাদেশ
১০ জুন : বাংলাদেশ ও সিঙ্গাপুর
৯ অক্টোবর : বাংলাদেশ ও হংকং
১৪ অক্টোবর : হংকং ও বাংলাদেশ
১৮ নভেম্বর : বাংলাদেশ ও ভারত
৩১ মার্চ (২০২৬) : সিঙ্গাপুর ও বাংলাদেশ