রোকেয়া পদক পেলেন দাবাড়ু রাণী হামিদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের দাবা জগতের অনন্য এক নাম রাণী হামিদ। দেশের দাবাকে জনপ্রিয় করাতেও তার ভূমিকা অনন্য। দাবা খেলার স্বীকৃতি হিসেবে অলিম্পিয়াড, কমনওয়েলথ ও চেজ গিনিস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ পেলেন আরো এক স্বীকৃতি। বেগম রোকেয়া পদক পেলেন এ কিংবদন্তি দাবাড়ু। গতকাল সোমবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এ পদক গ্রহণ করেন রাণী হামিদের ছেলে এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। রাণী হামিদ চার দশকের বেশি সময় দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙ্গেরিতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডেও আলো ছড়ান। রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারসহ নানা সংগঠন, সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ। নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত বেগম রোকেয়া। জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে এবার এ পদক পেলেন রাণী হামিদ।