ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

৫০ লাখ টাকা পাচ্ছে এশিয়া কাপজয়ী যুবারা

৫০ লাখ টাকা পাচ্ছে এশিয়া কাপজয়ী যুবারা

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এশিয়ার ‘বিশ্বকাপ’ জেতার আনন্দের মাঝেই অর্থ পুরস্কারের সুসংবাদ পেলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপজয়ী দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। গত রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব জিতেছে বাংলাদেশ। গত বছর একই ভেন্যুতে আয়োজক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের প্রতিযোগিতাটি জিতেছিল বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিমদের এই সাফল্যে অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিষয়টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত