ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আবাহনী-মোহামেডান মাঠে নামছে আজ

আবাহনী-মোহামেডান মাঠে নামছে আজ

আজ আবারো মাঠে নামছে ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহি ক্লাব দল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে একে অন্যের বিপক্ষে নয়। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে আলাদা ম্যাচে। এবার এই দুই দল একই গ্রুপে হওয়াতে ফেডারেশনকাপে দেখাও হতে যাচ্ছে দুই চীরপ্রতিদ্বন্দ্বীর। তবে তার জন্য আরো অপেক্ষা করতে হবে দ্ইু দলের সমর্থকদের। জানুয়ারিতে হবে সেই কাংখিত দ্বৈরথ। আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে তারা। দুপুর ২.৩০ মিনিটে গ্রুপ ‘বি’এর ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনাতে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে জায়ান্ট কিলার খ্যাত পুরানো ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একই সময়ে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।

দারুণ দাপুটে শুরু করলেও মৌসুমের প্রথম টুর্নামেন্ট ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ শিরোপা ঘরে তোলা হয়নি মোহামেডানের। কিংসের কাছে হেরে তারা হয়েছে রানার্স আপ। তবে প্রিমিয়ার ফুটবল লিগে দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করেছে সাদা-কালোরা। ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে লিগের শুরুটা হয়েছে মোহামেডানের। পরের ম্যাচে তারা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ কাপের হারের মধুর প্রতিশোধ নিয়েছে। কাগজে কলমে মৌসুমের সব থেকে শক্তিধর দল কিংসকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সাদা-কালোরা। আজ তাই দারুণ আত্মবিশ্বাস নিয়েই ফেডারেশনকাপে নামতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জের মৌসুম শুরু হয়েছে লিগের ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে হারায় ফর্টিস এফসিকে। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে আবাহনী-বসুন্ধরার মতো দলগুলোকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। জায়ান্ট কিলার হিসেবে খ্যাতি আছে পুরানো ঢাকার এই দলটির। লিগের তাদের বর্তমান পারফরম্যান্সই বলে দিচ্ছে আজ শক্তিধর মোহামেডানকেও চ্যালেঞ্জের মূখে ফেলতে যাচ্ছে রহমতগঞ্জ। তবে কিংসের মতো বড় নামের দলকে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ উপহার দেয়া আলফাজ আহমেদের শিষ্যরা যে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে নিজেদের সেরাটা উপহার দিতে মুখিয়ে আছেন তা তো বলার অপেক্ষা রাখে না। তাই নিঃসন্দেহেই এক উপভোগ্য ম্যাচ পেতে যাচ্ছেন দেশের ফুটবল দর্শকরা।

অন্যদিকে ঢাকা আবাহনী এবার খুব বড় দল গড়তে পারেনি। নিতে পারেনি কোন বিদেশি ফুটবলারও। তাই স্থানীয় ফুটবলারদের উপরই ভরসা করতে হচ্ছে ধানমন্ডির ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে। লিগে নিজেদের প্রথম ম্যাচে বিদেশি ফুটবলার সমৃদ্ধ ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ঢাকা আবাহনী। তুলনামূলক কম শক্তির দুই দলের বিপক্ষে দুই ম্যাচের এই ফলাফল আবাহনীর পক্ষে হলেও দলের সার্বিক পারফরম্যান্সে দুর্বলতার ছাপ স্পষ্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে দর্শকও টানতে পারেনি লিগের ৬ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীও খুব ভালো মানের দল গড়তে পারেনি। লিগে দুই ম্যাচ খেলে দু’টিতেই হেরে টেবিলের সর্বনিম্ন স্থানে আছে তারা। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিদ্ধস্ত হবার পর রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হারে বন্দর নগরীর দলটি। ফেডারেশনকাপ মাঠে গড়িয়েছে ৩ ডিসেম্বর থেকে। এরই মধ্যে শেষ হয়েছে ‘এ’গ্রুপের দু’টি ম্যাচ। তবে গ্রুপ ‘বি’এর ম্যাচ আজই প্রথম। সপ্তাহের প্রতি মঙ্গলবারই থাকছে ফেডারেশনকাপের খেলা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে পরবর্তী রাউন্ডে খেলার। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ঐ ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত